• কসবায় সিপিএম পার্টি অফিসে মারপিট, বিতর্ক
    দৈনিক স্টেটসম্যান | ২৮ এপ্রিল ২০২৫
  • কসবায় ৯১ নম্বর ওয়ার্ডে সিপিএমের এরিয়া কমিটির দপ্তরে শনিবার বৈঠক চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়েন দলের নেতারা। এই ঘটনায় কারও হাতে সেলাই পড়েছে তো আবার কেউ কপালে চোট পেয়েছেন। এই ঘটনার জেরে মাঝপথেই ভেস্তে যায় বৈঠক। বৈঠকে এক নেতাকে কামড়ানোর অভিযোগ উঠেছে আর এক নেতার বিরুদ্ধে।

    এর আগেও কসবায় সিপিএমের বৈঠকে অশান্তির ঘটনা ঘটেছিল। কয়েক মাস আগে বৈঠক চলাকালীন এক সিপিএম নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সেই বৈঠকেও অশান্তির ঘটনা ঘটেছিল। প্রায় ২০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, শনিবার বৈঠক চলাকালীন সেই সিপিএম নেতার হাতেই কামড়ানো হয়েছে।

    সিপিএমের এক নেতা জানিয়েছেন, এই শতাব্দীর গোড়ায় জাঙ্গিপাড়ায় হুগলি জেলার সম্মেলনে গণ্ডগোল হয়েছিল। সম্মেলন মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ নেতা নির্মল মুখোপাধ্যায়। কয়েকদিন পরই তাঁর মৃত্যু হয়। শনিবার কসবার বৈঠকে উপস্থিত ছিলেন ৬৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু দাস। যদিও বৈঠকে গণ্ডগোলের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

    কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের সঙ্গে বৈঠকের গণ্ডগোল নিয়ে কথা বলেছে সিপিএম নেতৃত্বের একাংশ। তিনি এ দিনের ঘটনা বিস্তারিতভাবে জেলা কমিটিকে জানানোর পরামর্শ দিয়েছেন। দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কল্লোল। যুব সংগঠনের নেতা নির্বাচন নিয়েও জেলায় একটা বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে কসবার গণ্ডগোল নিয়ে অস্বস্তিতে পড়েছে দল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)