জঙ্গি হামলায় নিহত বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে এনআইএ-র দল
দৈনিক স্টেটসম্যান | ২৮ এপ্রিল ২০২৫
পহেলগামে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বৈষ্ণবঘাটার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে কথা বলেছেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র আধিকারিকরা। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। এনআইএ–র তিন আধিকারিক এ দিন দুপুরে তাঁর বাড়িতে যান। শনিবারই আনুষ্ঠানিকভাবে পহেলগাম কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে এনআইএ।
স্ত্রী সোহিনী এবং পুত্র হৃদানকে নিয়ে গত ১৬ এপ্রিল কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বিতান। তিনি কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। গত ৮ এপ্রিল কলকাতার বাড়িতে ফিরেছিলেন তিনি। তারপর সপরিবারে জম্মু–কাশ্মীরে বেড়াতে যান। বৃহস্পতিবারই তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। তার আগে মঙ্গলবার সেখানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বিতানের। বাড়িতে সেই সংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বিতানের বাবা–মা।
আনুষ্ঠানিকভাবে তদন্তভার গ্রহণের পর প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছেন এনআইএ–র আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। পহেলগামে জঙ্গিদের হামলায় বাংলার তিন বাসিন্দার মৃত্যু হয়েছে। বিতানের পাশাপাশি বেহালার বাসিন্দা সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রও এই ঘটনায় নিহত হয়েছেন। এই তিন জনেই পরিবারের সদস্যদের নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন।
শনিবার সমীর গুহর বেহালার সখেরবাজারের বাড়িয়ে গিয়েছিল এনআইএ–র একটি দল। জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সমীরের মেয়ে ও স্ত্রীয়ের সঙ্গে কথা বলেছেন। রবিবার দুপুরে বিতানের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও ছেলের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। মঙ্গলবার বৈসরন উপত্যকায় কী কী ঘটেছিল তা জানতেই প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, সমীর ও বিতানের পর এ বার মণীশের পরিবারের সঙ্গেও কথা বলবেন এনআইএ আধিকারিকরা।