• মা কাজে বেরিয়ে গেলেই মেয়েকে ধর্ষণ! বারুইপুরে ধৃত সৎবাবা
    দৈনিক স্টেটসম্যান | ২৮ এপ্রিল ২০২৫
  • নিজের সৎমেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

    স্ত্রী কাজে বেরিয়ে গেলে নানা অছিলায় ঘরে থেকে যেতেন স্বামী। স্ত্রীর অনুপস্থিতির সুযোগে তাঁর প্রথম পক্ষের নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছেন। এমনই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রীয়ের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে তিনি থাকতেন বারুইপুরে। ছোটখাট কাজ করেন মহিলা। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে গেলে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করতেন যুবক। প্রথম প্রথম ভয়ে এবং লজ্জায় কিছু বলতে পারেনি নাবালিকা। তবে পরে সে মায়ের কাছে সব কথা খুলে বলে। প্রতিবেশীদের কানে পৌঁছোয় ওই অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার ধর্ষণের অভিযোগে ‘নির্যাতিতা’র সৎবাবাকে গ্রেফতার করে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)