• হাওড়ায় গঙ্গার ভাঙন ও দূষণ রুখতে বড়সড় উদ্যোগ, বি গার্ডেনে ম‌্যানগ্রোভ রোপণ
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: পরিবেশ দূষণে রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে হাওড়া শহর। হাওড়া শহরে পরিবেশ দূষণ ও ক্রমবর্ধমান গঙ্গার ভাঙন রুখতে এবার তৎপর হল শিবপুর বোটানিক্যাল গার্ডেন। বি গার্ডেনে গঙ্গার ধারে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে বসানো হল ম্যানগ্রোভ গাছের চারা। নদীর ধারেই বেড়ে উঠছে গাছগুলি। এতে একদিকে যেমন গঙ্গার জলে ব্যাপক মাত্রায় বেড়ে চলা দূষণ রোধ করা যাবে। পাশাপাশি ঝড়বৃষ্টির মতো বড়সড় প্রাকৃতিক দুর্যোগ ও গঙ্গার ভাঙন আটকাতেও এই ম্যানগ্রোভ কার্যকরী ভূমিকা নেবে। এমনই মনে করছেন পরিবেশবিদরা।

    প্রসঙ্গত, সম্প্রতি গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বি গার্ডেন। বি গার্ডেনের জমি গঙ্গার তলায় চলে গিয়ে বাগানের প্রচুর গাছের ক্ষতি হচ্ছিল। গঙ্গায় তলিয়ে যাচ্ছিল বহু দুর্লভ গাছ। ধ্বংসলীলা রুখতে সম্প্রতি বি গার্ডেন কর্তৃপক্ষ গঙ্গার ধারে ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করার সিদ্ধান্ত নেয়। বি গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, গঙ্গার ধারে ৭ প্রজাতির লবণাম্বু গাছের চারা বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে হাড়গোঁজা, পাইন, ওঁরাওঁয়ের মতো প্রজাতির ম‌্যানগ্রোভের চারা। কম লবণাক্ত জলে জন্মাতে পারে এমন সাতটি প্রজাতির প্রচুর ম্যানগ্রোভের চারা নিয়ে আসা হয়।

    হাওড়ার জলে লবণাম্বু উদ্ভিদ বেড়ে উঠতে পারে কি? তা জানতে মাসকয়েক আগে পরীক্ষামূলকভাবে ম্যানগ্রোভের উৎপাদন শুরু করেন বি গার্ডেনের বিজ্ঞানীরা। আর তাতেই মিলেছে সাফল্য। গঙ্গার মাটিতে শ্বাসমূলের জাল বিছিয়ে ক্রমেই বড় হয়ে উঠছে ম্যানগ্রোভ। গড়ে উঠছে ম্যানগ্রোভের আদর্শ বাস্তুতন্ত্র। আরও বিশাল এলাকাজুড়ে ম্যানগ্রোভের জঙ্গল হবে বলে আশাবাদী বি গার্ডেন কর্তৃপক্ষ। বোটানিক্যাল গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং বলেন, ‘‘গঙ্গার ভাঙন ও দূষণ রোধে বড় ভূমিকা নেবে ম্যানগ্রোভ। নদীর পাড়ে প্রাকৃতিকভাবেই গাছগুলো বেড়ে উঠছে। আরও এক কিলোমিটার অংশে ম্যানগ্রোভের চারা লাগানো হবে।’’

    প্রসঙ্গত, হুগলি নদীর পশ্চিম পাড়ে ভাঙন সমস্যা দীর্ঘদিনের। শুধু বোটানিক্যাল গার্ডেন নয়, হাওড়ার বাউড়িয়া, শ্যামপুর গাদিয়াড়াতেও গঙ্গার ভাঙন ক্রমেই বাড়ছে। কখনও শাল-বল্লা, আবার কখনও মাটির বস্তা কিংবা জিও শিট দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে সেচ দপ্তর। এই ভাঙন রোধে হুগলি নদীর পাড়ে ম্যানগ্রোভের উৎপাদন বাড়াতে বন দপ্তরও সক্রিয় ভূমিকা নেবে বলে মনে করছে বি গার্ডেন কর্তৃপক্ষ। আরও উল্লেখ্য, নিত্যদিন হাওড়া শহরের প্রচুর দূষিত বর্জ্য গঙ্গায় ফেলা হয়। আশপাশের কারখানার বর্জ্যও মেশে গঙ্গায়। সেক্ষেত্রে বি গার্ডেনে গঙ্গার ধারে তৈরি হওয়া ম্যানগ্রোভ প্রাকৃতিক ফিল্টারের কাজ করবে। শুধু গঙ্গার ধারে নয়, অন‌্য এলাকাতেও প্রাকৃতিক পদ্ধতিতে লবণাম্বু উদ্ভিদের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছে বি গার্ডেন কর্তৃপক্ষ।
  • Link to this news (প্রতিদিন)