• দিঘায় পৌঁছলেন মমতা, মঙ্গলবার মহাযজ্ঞ, খুঁটিয়ে দেখবেন আয়োজনের খুঁটিনাটি
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • একদিকে সমুদ্রের গর্জন। অন্যদিকে মঙ্গলশঙ্খের নাদ। দিঘার আকাশ-বাতাসে উৎসবের মেজাজ। ভাসছে মাঙ্গলিক সুর। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার জন্যই এত আয়োজন। সোমবার দুপুরেই হেলিকপ্টারে দিঘা পৌঁছলেন মমতা। খুঁটিয়ে দেখবেন প্রস্তুতির খুঁটিনাটি।

    প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, সোমবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মমতা। সেখান থেকে ১১৬বি জাতীয় সড়ক ধরে তিনি যাবেন ওল্ড দিঘার অতিথি নিবাসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছবেন জগন্নাথ মন্দিরে।

    বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। গোটা রাজ্যের নজর এখন এখানেই। ইতিমধ্যেই প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেছেন মহিলারা। জানা গিয়েছে, ২৫ এপ্রিল থেকে সকাল-সন্ধ্যা পুজোপাঠ হোমযজ্ঞ শুরু হয়েছে। টানা চলবে উদ্বোধন পর্যন্ত।

    মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুন্টাল আম ও বেল কাঠ আনা হয়েছে। পুরী থেকে জগন্নাথের ৫৭ জন সেবক এবং ইস্কনের ১৭ জন সাধু থাকছেন। প্রতিদিন তিনবেলা ভোগ নিবেদন করা হচ্ছে ( সকাল, দুপুর ও সন্ধ্যা)। মঙ্গলে রাজভোগ, গজা, পেঁড়া, সন্দেশ-সহ একাধিক মিষ্টান্ন সহযোগে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছেন ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস।

    পুলিশ-প্রশাসনেও সাজো সাজো রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। লাগানো হয়েছে প্রায় ২০০ সিসিটিভি ক্যামেরা। মোড়ে মোড়ে রয়েছে প্রায় ১৫০ পুলিশ ক্যাম্প, ৮০০ পুলিশ। মোতায়েন এক কোম্পানি এনডিআরএফ (বিপর্যয় মোকাবিলা) টিম। সমুদ্রে চক্কর কাটছে ৭ টি স্পিডবোট। থাকছেন প্রায় ১০০০ সিভিক ভলেন্টিয়ারও।

    ওল্ড দিঘার সমুদ্র পাড় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মমতার সফর ঘিরেই এই বাড়তি তৎপরতা। আধিকারিক, মন্ত্রী, বিধায়কদেরও বিকেলের আগেই দিঘা পৌঁছে যওায়ার বার্তা দেওয়া হয়েছে। রবিবারই দিঘায় চলে এসেছেন মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীরা।

    জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন।মন্দির উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ।’

  • Link to this news (এই সময়)