সৌমিত্র ঘোষ
সচেতনতা শিবিরের একমাস পরে ৩০০-র বেশি ছাত্রীকে সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হলো হাওড়ার শিবপুর হিন্দু গার্লস হাইস্কুলে। রোটারি ক্লাব অফ বেলুড় এবং শিবপুর হিন্দু গার্লস স্কুলের যৌথ উদ্যোগে গত ২৫ মার্চ এই স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোটারি ক্লাবের পক্ষ থেকে জরায়মুখ ক্যান্সারের বিপদ নিয়ে বিশদে আলোচনা করা হয়।
ভারতে প্রতি বছর ১ লক্ষ ২৫ হাজার মহিলা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তাঁদের মধ্যে গড়ে প্রতি বছর ৭৭ হাজারেরও বেশি জনের জীবন যাচ্ছে এই মারণ রোগে। বিশ্বে এই রোগে মৃত্যুর সংখ্যা বছরে অন্তত সাড়ে ৩ লক্ষ। বিশেষজ্ঞরা জানান, টিকার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সহজেই জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর কারণেই এই রোগের প্রাদুর্ভাব। ভারতে এই রোগে আক্রান্তদের সংখ্যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে। সময়মতো টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, এ কথা অভিভাবকদের কাছে ব্যাখ্যা করে বলা হয়। যদি ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে মেয়েদের টিকা দেওয়া হয়, তবে এই টিকা সব থেকে বেশি কার্যকরী হতে পারে।
ওই ওই বয়সের মেয়েদের ৬ মাসের ব্যবধানে দু'টি টিকা নেওয়া থাকলে, সারা জীবন নিশ্চিন্ত। এই ভ্যাক্সিন বিনামূল্যে সরবরাহ করেছে রোটারি ক্লাব। এ দিন শিবপুর গার্লস স্কুলের মোট ৩০৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা দেবলীনা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের অভিভাবকদের প্রত্যেকের কাছ থেকে লিখিত অনুমতিপত্র নেওয়া হয়। যাঁরা অনুমতি দিয়েছিলেন, তাঁদের মেয়েদেরই টিকা দেওয়া হয়েছে।