• SSC-র চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়ের নাম ঢুকল ‘যোগ্য’ তালিকায়
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • SSC-র ২০১৬-র চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের নাম ঢুকল ‘যোগ্য’ তালিকায়। তাঁর নাম না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। অবশেষে সোমবার তাঁর নাম যোগ্য তালিকাভুক্ত করা হয়েছে। নিজের সোশ্যাল সাইটে এ কথা নিজেই জানিয়েছেন চিন্ময়। লিখেছেন, ‘আন-টেন্টেড যে সব শিক্ষক শিক্ষিকাদের নাম ভুলবশত ছিল না, তাঁদের নাম আসতে শুরু করেছে। আমার নাম আছে। স্যালারি সাবমিট হচ্ছে।’

    স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দেওয়া ‘যোগ্য’ শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল না। কমিশনের ভুলেই তাঁদের নাম বাদ গিয়েছিল বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। যদিও কমিশন সেই ভুল দ্রুত ঠিক করা হবে বলে তাঁকে আশ্বস্ত করেছিল। ‘অযোগ্য হিসেবে চিহ্নিত’, এমন ১৭,২০৬ জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পরে সেখান থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের ক্ষেত্রেও বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। নতুন তালিকায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কমে হয়েছে ১৫,৪০৩। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন।

    কী বলছেন চিন্ময়? ‘এই সময় অনলাইন’-কে চিন্ময় বলেন, ‘পুরোটাই SSC-র ভুল। তাদের সার্ভারে অনেক কিছুই আপডেট ছিল না। অনেকের নামই বাদ গিয়েছিল। সেই ভুল সংশোধন করা হয়েছে। তাতেই আমি-সহ আরও প্রায় ৫০০ জনের নাম ঢুকেছে। তবে আরও কয়েকজনের নাম এখনও বাদ রয়েছে।’

    চিন্ময়ের প্রথম জয়েনিং হয় কসবার ডিআইতে অর্থাৎ ওই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্ভুক্ত এলাকার স্কুলে । তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুর চলে যান চিন্ময়। ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম ছিল না চিন্ময়ের। এই নিয়েই তৈরি হয় তুমুল বিতর্ক।

    তথ্য: জয় সাহা, বেদান্ত চট্টোপাধ্যায়

  • Link to this news (এই সময়)