নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের সেলুনে ঢুকে পড়ল যাত্রিবাহী বাস। ধাক্কা দিল ২০ জনকে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের গেঁওখালিতে। দুর্ঘটনায় আহত ২০ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে মহিষাদল ব্লকের গেঁওখালি বাসস্ট্যান্ড থেকে তেরপেখ্যার যাত্রিবাহী বাস মহিষাদলের দিকে যাচ্ছিল। বাসস্ট্যান্ড ছাড়িয়ে কিছুটা দূরে যাওয়ার পরে টালিভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেলুনে ঢুকে যায়। ঘটনায় আহত হয় প্রায় ২০ জন। তাঁদের উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার কারণে সাময়িক ভাবে অবরুদ্ধ হয়ে যায় মহিষাদল-গেঁওখালি রাজ্য সড়ক।
খবর পেয়ে সেখানে যায় মহিষাদল থানার পুলিশ। বাসটিকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময়ে বাসটির গতিবেগ কত ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাস চালককে।