• আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উঠবে দিঘার নাম, বড় ঘোষণা মমতার
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৫
  • উদ্বোধন বুধবার। কিন্তু সোমবারই দিঘায় পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন ঘুরে দেখেন নবনির্মিত জগন্নাথ মন্দির চত্বর। কথা বলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গে। মন্দিরের স্থাপত্যের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। বুধবার, অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানা গিয়েছে। উদ্বোধনের আগে মঙ্গলবার সেখানে ষজ্ঞ হবে। তাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    এ দিন হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে দিঘায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে সম্প্রীতি, ঐক্য এবং শান্তি বজায় রাখার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পৌঁছে তিনি বলেন, ‘পরশু ঠাকুর প্রতিস্থাপন।দ্বারোদঘাটন হবে আড়াইটে থেকে তিনটের মধ্যে। তারপর উদ্বোধনী অনুষ্ঠান হবে।’

    তিনি আরও বলেন, ‘দিঘায় সমুদ্র রয়েছে। এখানে বহু মানুষ বেড়াতে আসেন। দিঘায় একটা তীর্থস্থান হলে তা লোকজনদের আকৃষ্ট করবে।দিঘায় যে জগন্নাথধাম তৈরি হয়েছে তা নতুন কৃষ্টি, সংস্কৃতি। এই মন্দিরে অধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে।’ দিঘা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে, আশাবাদী মমতা।

    উল্লেখ্য, ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরে বিভিন্ন উপাচার শুরু হয়েছে। জগন্নাথদেবের বসার জন্য পিঁড়ির পুজো শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। এ দিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে দিঘা। ক্রমাগত চালানো হচ্ছে কড়া নজরদারি।

  • Link to this news (এই সময়)