আজকাল ওয়েবডেস্ক: আচমকাই আকাশ থেকে বিশাল এক বস্তু এসে পড়ল গ্রামীণ এলাকার পুকুরে। তার তাপে ঝলসে গেল ঘাস। বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। প্রবল আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিলেন স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত রহস্যজনক ওই বস্তুর খবর পেয়ে স্থানীয় পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছল।
জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন থানার অন্তর্গত উচুডিহা গ্রামের বাসিন্দা নমিতা দে নামে এক মহিলার বাড়ির পুকুরে হঠাৎই আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যার আওয়াজ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত সোনা গিয়েছে। শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গ্রামের মানুষজন। বারুদের গন্ধে ভরে যায় পুরো এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দাঁতন থানার প্রশাসনের কর্তারা। তবে বস্তুটি কোথা থেকে এল বা তার উৎপত্তি কোথা থেকে, তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। চুনারাম হেমরম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সোমবার সকাল ১০টা নাগাদ আকাশে একটি প্লেন যাওয়ার পর, হঠাৎ করে একটি বস্তু এসে পুকুরে পড়ে। তারপরে বিকট আওয়াজে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে গ্রামের স্থানীয় মানুষজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েন। তবে স্থানীয়রা কেউ কেউ মনে করছেন, বোমা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।