আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আজ সোমবারই দিঘায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সমুদ্রনগরীকে আলোকসজ্জায় সাজিয়ে তুলেছেন চন্দননগরের আলোকশিল্পীরা। জগন্নাথের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়কে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জানা গিয়েছে, নবান্নের পাঠানো পরিকল্পনা মেনেই আলোকসজ্জার কাজ করেছেন শিল্পীরা। ইতিমধ্যেই দিঘা শহরকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
গত কয়েকদিন ধরেই দিঘায় সাজ সাজ রব। এ বার আলোকসজ্জার ক্ষেত্রেও কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। দিঘা শহর জুড়ে মোট আটটি বড় আলোর গেট লাগানো হয়েছে। সেই আলোকসজ্জায় স্থান পেয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদল,পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজায় থাকা ধর্মচক্র ইত্যাদি। কোনও কোনও গেটে আলো দিয়ে তৈরি হয়েছে জগন্নাথ, বলরাম, ও সুভদ্রার মূর্তি। দিঘার জগন্নাথ মন্দিরে রয়েছে অজস্র কংক্রিটের থাম। বেশ কয়েকটি গেটে জগন্নাথ মন্দিরের সেই থামগুলিকে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছোটো ছোটো বাক্স তৈরি করে দিঘা জুড়ে মোট ৪৮টির বেশি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আলোকমূর্তি স্থাপন করা হয়েছে। এই আলোকসজ্জা শুরু হয়েছে দিঘার প্রবেশদ্বার থেকে। শেষ হয়েছে মন্দিরপ্রাঙ্গণে গিয়ে। চন্দননগরের শিল্পীদের আলোয় ঝলমল করছে ওল্ড এবং নিউ দিঘার বিভিন্ন এলাকা। বাদ যায়নি সমুদ্র সৈকতও। সেখানকার প্রতিটি বাতিস্তম্ভে জগন্নাথের তিলক, বলরামের লাঙল, ধ্বজায় থাকা চক্র-সহ জগন্নাথের আরও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় শহরের সাজসজ্জায় বিশেষত্ব দেয়েছিল রাজ্য প্রশাসন। সেই মতো পরিকল্পনাও করা হয়েছিল।