অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সাত জেলায় কালবৈশাখির সতর্কতা। উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কমবে ঝড়ের গতিবেগ। আগামী তিন-চার দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে।
সিস্টেম
দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য আসামে ঘূর্ণাবর্ত। ২ মে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপরেখা। যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি মারাঠাওয়াড়া কর্ণাটক ও তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গ
সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখির মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। আগামী চার দিনে তাপমাত্রা কমবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের ভারী বৃষ্টির সতর্কতা। হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।
মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা থেকে নদীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
বুধবার এবং বৃহস্পতিবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা-সহ কলকাতার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। দার্জিলিং থেকে মালদা-- সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি! এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কলকাতা
আজ বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ল। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে হলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে বেলা বাড়লে।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯০ শতাংশ।
ভিনরাজ্য
ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মেঘালয় ত্রিপুরায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের সতর্কবার্তা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশে। তাপপ্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এবং মধ্যপ্রদেশ।