• জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ২, ধৃত বেড়ে ৭
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দু’জন। ধৃতদের নাম মণিরুল শেখ ও আজফারুল শেখ। ধৃতদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। এই নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করল সিট। পুলিশ সূত্রে খবর, পেশায় পরিযায়ী শ্রমিক মণিরুলকে রামপুরহাট স্টেশন থেকে এবং আজফারুলকে জামশেদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ধৃতদের জঙ্গিপুর এসিজেএম আদালতে হাজির করলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    জঙ্গিপুরের পুলিশ সুপার অমিতকুমার সাউ জানান, রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ধরে চেন্নাই পালানোর পরিকল্পনা ছিল মণিরুলের। তার আগেই ধরা পড়ে যায় সে। অন্য দিকে রবিবার আজফারুলকে জামশেদপুর থেকে গ্রেপ্তার করে সিট।

    গত ১২ এপ্রিল দুপুরে সামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া পঞ্চায়েত এলাকার জাফরাবাদ গ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা-ছেলে। এই ঘটনায় ধৃতদের জেরা করে একের পর এক নতুন নাম উঠে আসছে।

    সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সম্প্রতি মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে অশান্তি শুরু হয়েছিল। সেই সময়ে মুর্শিদাবাদ জেলার জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। তদন্তভার হাতে পাওয়ার পর সিট তেড়েফুঁড়ে ময়দানে নামে। এখনও অবধি সাত জন পুলিশের জালে ধরা পড়েছে।

  • Link to this news (এই সময়)