স্কুল শিক্ষিকাকে ইভটিজ়িংয়ের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করায় এক শিক্ষক-সহ অন্য শিক্ষিকাদের মারধর, হেনস্থা করার অভিযোগ উঠল। সোমবার হাওড়ার আমতার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে আমতা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই শিক্ষিকা স্কুলে যাচ্ছিলেন। স্কুলের একেবারে সামনেই এক যুবক তাঁর গায়ে তরল কিছু ছিটিয়ে দেন বলে অভিযোগ। একই সঙ্গে কুমন্তব্যও করেন। সে সময় বাইকে এক শিক্ষক আসছিলেন। দেখে প্রতিবাদ করেন।
সেই সময় অভিযুক্ত যুবক ওই শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। হইচই শুনে স্কুলের অন্য শিক্ষক-শিক্ষিকারা বেরিয়ে এলে তাঁদেরও হেনস্থা করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। আসেন এলাকার লোকজনও। তাঁরাই ওই যুবককে ধরে ফেলেন। নিয়ে যাওয়া হয় স্কুল ক্যাম্পাসে। স্কুলে আটকে আমতা থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে। পরে তাঁকে জেরা করে আরও দু’জনের নাম উঠে আসে। তাঁদেরও গ্রেপ্তার করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মূল অভিযুক্ত এ স্কুলেরই ছাত্র। তবে স্কুলছুট। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।