• বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূম জেলার নলহাটি থানার বারা গ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। খেলার ছলে দীঘিতে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল তিন শিশুর। জানা গিয়েছে, তিনজনের মধ্যে দুজন মেয়ে এবং একজন ছেলে। মৃত শিশুদের নাম নাসরিন খাতুন (৪), নুরানী খাতুন (৫) এবং তামিম শেখ (৮)।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ বারা গ্রামের উত্তরপাড়ার দীঘিতে কয়েকজন এলাকাবাসী শিশুদের ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে শিশুদের জল থেকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রাথমিক অনুমান, দীঘির পাড়ে খেলার সময় কোনওভাবে তারা জলে পড়ে যায়।

    কিন্তু সাঁতার না জানার কারণে ডুবে মৃত্যু হয় তিন শিশুর। একই গ্রামের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে নলহাটি-২ ব্লকের প্রশাসনিক কর্তারা ও নলহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

    পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই বিষয়ে নলহাটি থানার পুলিশ ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আজকাল)