• 'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে আসার পর দেশের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ার আগে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট' উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকা থেকে। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলামিন শেখ (২০) এবং মিস্টার শেখ (২১)। দু'জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। 

    জেলা পুলিশের এক আধিকারিক জানান, সোমবার সকালে তাঁরা গোপন সূত্রে খবর পান মালদা জেলা থেকে নৌকা পার হয়ে দুই যুবক সামশেরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোট নিয়ে আসছেন। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল আগে থেকেই ওই ঘাটের আশেপাশে সাদা পোশাকে অপেক্ষা করছিল। 

    আলামিন এবং মিস্টার ওই এলাকায় এসে পৌঁছতেই পুলিশের একটি দল দু'জনকে ঘিরে ধরে। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। 

    জেলা পুলিশের ওই কর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া জাল নোটগুলি কিছুদিন আগে বাংলাদেশ থেকে চোরা পথে মালদায় আনা হয়েছিল। সোমবার সেই জাল নোটের 'কনসাইনমেন্ট' নিয়ে দুই যুবক মুর্শিদাবাদের এক বাসিন্দার হাতে তুলে দেওয়ার জন্য আসছিল বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ সেই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হয়নি।   জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, 'সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হাওয়া জাল নোটগুলো সবই ৫০০ টাকার। ধৃতরা কোথা থেকে এই জাল নোট পেয়েছিল এবং কার হাতে তুলে দিতে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।'

    জেলা পুলিশের এক কর্তা জানান সাম্প্রতিক সময়ে সামশেরগঞ্জ থানা এলাকায় যে অশান্তি হয়েছে তার চক্রীদের মাধ্যমে এই জাল নোট স্থানীয় বাজারে চালানোর চেষ্টা করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবকদের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবারই তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)