উচ্চ মাধ্যমিকের ফল ৭ মে! পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করছে সংসদ
আনন্দবাজার | ২৮ এপ্রিল ২০২৫
আগামী ৭ মে (বুধবার) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওই দিন দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে সংসদ। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
ওই দিনই দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন। অনলাইনে পরীক্ষার ফল দেখা যাবে ‘রেজ়াল্ট ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-সহ আরও বেশ কিছু ওয়েবসাইটে।
আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরের দিন (৮ মে) সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে। বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুল কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছে সেই দিনেই পরীক্ষার্থীদের মধ্যে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে দেওয়ার জন্য।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চারটি পৃথক অঞ্চল (জ়োন)-এ মোট ৫৫ মার্কশিট এবং শংসাপত্র বিতরণ কেন্দ্রগুলি খোলা হচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গ অঞ্চলের জন্য ১১টি, বর্ধমান অঞ্চলের জন্য ১৪টি, মেদিনীপুর অঞ্চলের জন্য সাতটি এবং কলকাতা অঞ্চলের জন্য ২৩টি বিতরণকেন্দ্র খোলা হচ্ছে।
চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর।