• শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকায় বসবে আরও ‘গো স্লো’ বোর্ড
    আনন্দবাজার | ২৮ এপ্রিল ২০২৫
  • শহরের রাস্তায় আরও ‘গো স্লো’ বোর্ড লাগাবে কলকাতা ট্র্যাফিক পুলিশ। বিভিন্ন রাস্তার দুর্ঘটনাপ্রবণ এলাকার পাশাপাশি শহরের ছোট-বড় স্কুলগুলির আগে এই বোর্ড লাগানো হবে বলে জানা গিয়েছে। শহরের রাস্তায় দুর্ঘটনায় প্রাণহানি কমানোর পাশাপাশি বেপরোয়া চালকদের সতর্ক করতেই এই বোর্ড ব্যবহারের ভাবনা বলে মনে করা হচ্ছে।

    কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক রাস্তায় এমনিতেই এই ধরনের ‘গো স্লো’ বোর্ড রয়েছে। উজ্জ্বল লাল রঙে, নির্দিষ্ট চিহ্ন দিয়ে একাধিক রাস্তাতেই এই বোর্ডের দেখা মেলে। তবে কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন করে ৪০০টি এই ধরনের বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। খরচ ধরা হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা। সাদা বোর্ডের উপরে কালো রঙে ‘গো স্লো’ লেখা থাকবে। চারদিকে থাকবে তিন কোনা লাল বর্ডার। রাতের অন্ধকারেও বোর্ডগুলি যাতে চালকের দৃষ্টিগোচর হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতিটি ট্র্যাফিক গার্ডকে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে পথচারীরা বেশি সংখ্যায় রাস্তা পারাপার করেন সেই এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, যে সব স্কুলের সামনে বা কাছে এই বোর্ড নেই, তাদের নামও তালিকায় রাখতে হবে।

    প্রসঙ্গত, বছর দুই আগে বেহালার চৌরাস্তার কাছে রাস্তা পার হতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। তখন বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে সরব হয়েছিলেন অভিভাবকেরা। শহরে একাধিক দুর্ঘটনার তদন্তে প্রাথমিক কারণ হিসেবে গাড়ির গতি বেশি থাকার কথা উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর। লালবাজারের পুলিশ কর্তারাও গাড়ির বেপরোয়া গতি কমাতে চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়ার কথা বলেছেন। লালবাজারের এক ট্র্যাফিক কর্তা বলেন, ‘‘স্কুল বা বাজার এলাকায় অসতর্ক ভাবে অনেক সময়ে পথচারীদের যাতায়াত করতে দেখা যায়। চালকদের অসতর্কতার ফলেও দুর্ঘটনা ঘটে। তা কমাতেই একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
  • Link to this news (আনন্দবাজার)