• 'মহামেডানদের চিকিত্‍সা করব না!' প্রবল সমালোচনার পর সেই গায়নোকলজিস্ট বললেন, 'মিথ্যা...'
    ২৪ ঘন্টা | ২৯ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোগী মুসলিম, তাই ডাক্তার তাঁকে চিকিত্‍সা দিতে অস্বীকার করেন- মহেশতলা থানার এই ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 


    থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোগী কঙ্কনা খাতুন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ সিকে সরকারের বিরুদ্ধে।  

    গত ৫ দিন আগে ধর্মে মুসলিম ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ডঃ সি.কে সরকারের কাছে যান চেকাপের জন্য। গৃহবধূর স্বামীর অভিযোগ যে, তাঁর স্ত্রীকে নাম জিজ্ঞাসা করা হয়, চিকিংসক যখন জানতে পারেন ওই রোগিণী মুসলিম, ডাক্তার জানান তিনি মহামেডান রোগী দেখবেন না। তাতে তাঁর স্ত্রীর চরম খারাপ লাগে। ফোন করে পুরো বিষয়টি তাঁকে জানান স্ত্রী। এছাড়াও গৃহবধূর চিকিংসকে ফোন করে ও তার ভয়েস রেকর্ডিং করে। এখন সেটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল।

    এই ঘটনা সামনে আসতেই চিকিংসক ডঃ সি.কে সরকার তাঁর সোশ্যাল মাধ্যমে বক্তব্য জানান যে, 'সোশ্যাল মাধ্যমে ও সমাজ মাধ্যমে অনেক কিছু হচ্ছে বা হয়, আমি মেডিক্যাল এথিস্কে বিশ্বাস করি, আমার কাছে ধর্ম বর্ণ মত এই সকল গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে প্রথম ও প্রধান হল রোগী, আমি গত ৩০ বছর ধরে তিনি চিকিংসা করে আসছি দক্ষিণ ২৪ পরগণার বেহালায়। সোশ্যাল মাধ্যমে যা রটেছে আমার নামে, তা সর্বৈব মিথ্যা। এমন কোনও কথা আমি কখনও কাউকে বলিনি।'

    তবে মহেশতলা থানার লিখিত অভিযোগ করেন অন্তঃসত্ত্বা গৃহবধূর স্বামী এস কে সইফুল্লা।

    এই ঘটনায় সারা কলকাতায় নিন্দার ঝড় উঠেছে।

    প্রসঙ্গত দক্ষিণ কলকাতার মহেশতলার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সি কে সরকার, এক মহিলা রোগী সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায়, তাঁকে না দেখে ফিরিয়ে দেন। বলা হয় 'কাশ্মীরে, তোমরা বেছে বেছে হিন্দুদের হত্যা করেছ। আমি এখন থেকে আর মুসলিম সম্প্রদায়ের কোন রোগী দেখছি না।' 

    এই ঘটনায় প্রথমত হোয়াটসঅ্যাপ করে ক্ষমা চান ঐ চিকিৎসক। পাশাপাশি মেসেজে লিখে পাঠানো হয়, তাকে যেন এইভাবে বিরক্ত না করা হয়। 

  • Link to this news (২৪ ঘন্টা)