শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য মাধ্যমিকে ফলপ্রকাশের দিন বদলে গিয়েছে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? ৭ মে। দিন ঘোষণা করে দিল উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। সেদিন বেলা সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন। এরপর দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ৮ মে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র।
৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গতবারের থেকে ২ লক্ষেরও বেশি কম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে তরফে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হতে পারে। পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হবে। কিন্তু দেখা গেল, মে মাসের মাঝামাঝি নয়, বরং তার আগেই ফল প্রকাশ হচ্ছে।
সবিস্তারে আসছে..