• সনাতনীরা পুলিশকে কুপিয়ে মারুন! বিজেপি বিধায়কের নিদানে দায়ের মামলা
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের! পুলিশকে কুপিয়ে মারুন, নিদান দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। উসকানিমূলক কথা বলায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷

    রবিবার রাতে গাইঘাটার ঘোজা বাজারে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ স্বপন তাঁর বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতাদের কড়া সমালোচনা করেন। পাশাপাশি পুলিশকে মারারও নিদান দেন ৷ বলেন, “সনাতনীদের বলছি আপনারা হাতে সস্ত্র তুলে নিন ৷ পুলিশ টেবিলের তলায় লুকালে টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে মারুন।” পাশাপাশি ২০২৬-এর ভোটে রাজ্যে পালাবদল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল নেতাদের ঘর থেকে ডেকে এনে মারবে সাধারণ মানুষ।

    পুলিশকে মারার নিদান নিয়ে স্বপনের বিরুদ্ধে জলেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম সরকার সোমবার গাইঘাটা থানা লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, “স্বপনবাবুর বক্তব্য উসকানিমূলক ৷ যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে৷” পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে ৷ এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “এ রাজ্যে বিজেপির পায়ের তলায় মাটি নেই ৷ তাই কুৎসা করে অশান্তি পাকানোর চেষ্টা করছে ৷ মানুষ এর জবাব আবারও দিয়ে দেবে ৷”
  • Link to this news (প্রতিদিন)