অবশেষে এসএসসির যোগ্যদের তালিকায় ঢুকল আন্দোলনের মুখ চিন্ময়, মিলবে বেতনও
প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্যদের তালিকায় ছিল না নাম। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। অবশেষে এবার যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ঢুকল আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। মিলবে বেতনও। সোমবার সোশাল মিডিয়ায় চিন্ময় নিজেই জানালেন সেই কথা।
এদিন ফেসবুকে চিন্ময় লেখেন, ‘Untainted যেসব শিক্ষক শিক্ষিকাদের নাম ভুলবশত ছিলোনা, তাদের নাম আসতে শুরু করেছে। আমার নাম আছে। স্যালারি সাবমিট হচ্ছে।’
Link to this news (প্রতিদিন)