আরজি করে আগুন। তবে হাসপাতালের অংশে নয়, আগুন লাগে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে। সোমবার সন্ধ্যায় আরজি করের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ন’তলার লাইব্রেরিতে একটি আগুন লাগার ঘটনা ঘটে। লাইটের হোল্ডার থেকে আগুনের ফুলকি বেরোয়। ইলেকট্রিক্যাল প্যানেলে শর্ট সার্কিটের জেরে এই ঘটনা বলে খবর। সেখান থেকেই লাইব্রেরির ফলস সিলিংয়ে আগুন লাগে।
সেই সময়ে ১০ জনের কাছাকাছি ডাক্তারি পড়ুয়া ছিলেন লাইব্রেরিতে। স্বাভাবিক ভাবেই গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গেলে তাঁরাও ঘাবড়ে যান। ছুটে আসেন কর্মীরা। এর পরই কর্মীদের সঙ্গে তাঁরাই অগ্নিনির্বাপণের যাবতীয় সরঞ্জাম এনে আগুন নিভিয়ে দেন। মিনিট দশেক সময় লাগে। দমকলে খবর দেওয়ার দরকার পড়েনি। প্রভাব পড়েনি রোগী পরিষেবাতেও।
গত বছর ডিসেম্বরেও এই অ্যাকাডেমি বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটে। মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ আগুন লেগেছিল সে বার। দমকলে খবর দেওয়া হলেও, সে বারও কর্মীরাই আগুন নিভিয়ে দেন।