• মায়াপুর বেড়াতে এসে ভাগীরথী নদীতে ডুবে মৃত্যু মেডিক্যাল পড়ুয়ার
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো মহারাষ্ট্রের মেডিক্যাল পড়ুয়ার। মৃত যুবকের নাম দুর্গেশ ভাজিপালে, বয়স ২৫ বছর।

    পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা নাগাদ মায়াপুর প্রভুপাদ ঘাটে সকলের সাথে স্নান করতে নামে ওই যুবক। এরপরেই সকলের অলক্ষ্যে ভাগীরথী নদীতে তলিয়ে যায় দুর্গেশ। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় মায়াপুর ফাঁড়িতে।

    পুলিশ মারফত খবর যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। ঘটনাস্থলে কুইক রেস্পন্স টিম এসে দেহটিকে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।

    স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্র থেকে ১০০ জনের একটি দল মায়াপুরে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল। এ দিন বিকেলে মায়াপুর প্রভুপাদ ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই এমন ঘটনা ঘটে। মহারাষ্ট্রে মৃত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    এ দিকে, বীরভূমের নলহাটিতে খেলতে গিয়ে হঠাৎই পুকুরে পড়ে মৃত্যু হয় তিন শিশুর। সোমবার বেলা ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে দু’জন মেয়ে, একজন ছেলে। তাদের নাম নাসরিন খাতুন (৪), নুরানি খাতুন (৫) ও তামিম শেখ (৮)। পুলিশ তিনটি শিশুর দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

  • Link to this news (এই সময়)