• হোটেল, রেস্তরাঁয় ডোমেস্টিক গ্যাসের ব্যবহার, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: রান্নার গ্যাসের দাম বাড়লেও চোরাপথে জেলার রেস্তরাঁ থেকে হোটেল, বেশিরভাগ খাবারের দোকানে ডোমেস্টিক সিলিন্ডারের চাহিদা তুঙ্গে। জেলায় নামেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সার্ভিস। রেস্তরাঁ থেকে হোটেল, মিষ্টির দোকান থেকে চায়ের দোকান- সর্বত্রই ব্যবহার হচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। 

    ভর্তুকি যুক্ত যে সিলিন্ডার বাড়ির জন্য দেওয়া হয়, প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে সেই গ্যাস ব্যবসায়িক কাজে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, জেলায় কমার্শিয়াল গ্যাসের চাহিদা তেমন নেই। অনেক ব্যবসায়ী কমার্শিয়াল গ্যাসের কানেকশন নিলেও তা রিফিল নিয়মিত করেন না বলে অভিযোগ। 

    কেন ব্যবসায়ীরা সরকারি ভর্তুকি যুক্ত ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দিকে ঝুঁকছেন? ডোমেস্টিক ১৪ কেজি ২০০ গ্রাম গ্যাস সিলিন্ডার রিফিল করতে নেওয়া হচ্ছে ৯৫১.৫০ টাকা। অপরদিকে কমার্শিয়াল ১৯ কেজি সিলিন্ডার রিফিলের খরচ ২০৩৫ টাকা।  তুলনামূলকভাবে অনেক কম খরচে ডোমেস্টিক  গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সেই কারণে জেলার ব্যবসায়ীদের একাংশ দেদারে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন ব্যবসায়িক কাজে। 

    প্রশ্ন উঠছে, বুকিং ছাড়াই কী করে ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ ডোমেস্টিক সিলিন্ডার? সেবিষয়ে কিছুই জানেন না বলে দাবি জেলার এলপিজি ডিলারদের।  

    দিনাজপুর এলপিজি অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃত্যুঞ্জয় সাহা বলেন, আমাদের কমার্শিয়াল গ্যাসের কানেকশন রয়েছে। ব্যবসায়ীরা রিফিল করে থাকেন। আমরা গ্রাহকদের বুকিং ওটিপি নিয়ে তবেই সিলিন্ডার ডেলিভারি করি। বুকিং ছাড়া আমরা ডোমেস্টিক গ্যাস সরবরাহ করতে পারি না। ব্যবসায়িক প্রতিষ্ঠানে কী করে ডোমেস্টিক গ্যাস পৌঁছে যাচ্ছে, তা জানা নেই। 

    জেলা এনফোর্সমেন্ট দপ্তরের ডিএসপি মনোজ কুমার রানা বলেন, আমরা নিয়মিত পরিদর্শন করি ফুড সেফটির সঙ্গে। বাড়ির রান্নার গ্যাস ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না। কোথাও এবিষয়ে অভিযোগ সামনে এলে দেখা হবে।

    বুনিয়াদপুরের এক মিষ্টি বিক্রেতা বলেন, কমার্শিয়াল গ্যাসের কানেকশন নেওয়া আছে। রিফিল করতে অনেক খরচ। এদিকে আমি ডোমেস্টিক সিলিন্ডার পেয়ে যাচ্ছি অনেক কম খরচে। আমাদের মিষ্টির দোকানে জ্বালানির প্রয়োজন হয়, তাই ডোমেস্টিক সিলিন্ডার ছাড়া বিকল্প নেই। 
  • Link to this news (বর্তমান)