• ডাক্তার নেই,ঋষিপুর স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে ফার্মাসিস্ট-নার্স, ক্ষোভ
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। রয়েছেন ফার্মাসিস্ট। আছে রোগী দেখার ব্যবস্থাও। তবুও বিনা চিকিৎসাতেই বাড়ি ফিরে যেতে হত প্রত্যন্ত গ্রাম থেকে আসা রোগীদের। এক, দু’দিন নয়। মাসের পর মাস একই চিত্র ধরা পড়ছে মালদহ জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রায় সব ব্যবস্থা থাকলেও কোনও চিকিৎসক নেই। চিকিৎসকহীন এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে রয়েছেন ফার্মাসিস্ট ও নার্স। তাঁরাই এই স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন বলে গ্রামবাসীদের দাবি। 

    ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে চিকিৎসক নেই, সেকথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি। তাঁর কথায়, ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে যে চিকিৎসক আছেন, তাঁর স্বামীর সেরিব্রাল স্ট্রোক হওয়ায় সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। কাজেই চিকিত্সককে স্বামীর কাছে থাকতে হচ্ছে। এটা নিয়ে সমস্যা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে হবিবপুর ব্লক থেকে একজন চিকিৎসককে ঋষিপুরে পাঠানো হবে। 

    সোমবার বেহাল স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, ঋষিপুরের পাশাপাশি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত,  কলাইবাড়ি থেকেও বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। কোনও সময়ই এখানে এসে চিকিৎসককে পাওয়া যায় না।

    স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ঋষিপুর স্বাস্থ্যকেন্দ্রে একজন প্রবীণ মহিলা চিকিৎসক দায়িত্বে ছিলেন। আরও এক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য ছুটিতে রয়েছেন।

    সোমবার এক রোগীর আত্মীয় বাপ্পা সিংহ বলেন, চিকিৎসা করাতে এসে ডাক্তারের অভাবে মানুষ বাড়ি ফিরে যান। আজকেও অনেক রোগী এসেছেন। ভিতরে ফার্মাসিস্ট তাঁকে দেখলেন। 
  • Link to this news (বর্তমান)