নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দাওয়াই শোকজ! তাতেও কাজ না হলে ফেরত নেওয়া হবে টাকা! সোমবার শিলিগুড়ি শহরে হাউজিং ফর অল প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এ কথা জানান মেয়র গৌতম দেব। এদিকে, প্রকল্পের টাকা নিয়েও ঘর তৈরি না করা উপভোক্তাদের তালিকা প্রস্তুত করেছে পুরসভা। চারটি আর্থিক বছরে শহরে এমন উপভোক্তার সংখ্যা প্রায় ৮৫০ জন। তাঁদের কাছে ফের শোকজ নোটিস পাঠানো হবে বলে খবর।
হাউজিং ফর অল প্রকল্পের অগ্রগতি নিয়ে এদিন পুরসভায় পর্যালোচনা বৈঠক করা হয়। বৈঠকে প্রকল্পের নোডাল অফিসার তথা পুরসভার সচিব অনাবিল দত্ত ছাড়াও মেয়র, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য কাউন্সিলার ও আধিকারিকরা ছিলেন। বৈঠকে বাড়ি নির্মাণে গতি বাড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পর মেয়র বলেন, সংশ্লিষ্ট প্রকল্পে ১০০ কোটির বেশি টাকা উপভোক্তাদের মধ্যে বিলি করা হয়েছে। কিন্তু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও অনেকের গৃহ নির্মাণের কাজ সন্তষজনক নয়। প্রকল্পের নিয়ম অনুসারে ওই উপভেক্তাদের শোকজ করা হবে। অর্থাৎ বাড়ি তৈরি করেন, না হলে টাকা ফেরত দিন। শোকজের পরও কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ শেষ করতে না পারলে পরবর্তীতে প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে। প্রসঙ্গত, ২০১৫ সালে হাউজিং ফর অল প্রকল্পের সূচনা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিভিন্ন কারণে ২০১৫-’১৬, ২০১৭-’১৮ এবং ২০২০-’২১ এই তিনটি অর্থবর্ষে সংশ্লিষ্ট প্রকল্পের বরাদ্দ নিতে পারেনি পুরসভা। তারা ২০১৬-’১৭, ২০১৮-’১৯, ২০১৯-’২০ এবং ২০২১-’২২ এই চারটি আর্থিক বছরে প্রকল্পের টাকা পেয়েছে। পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট চারটি অর্থবর্ষে মোট উপভোক্তার সংখ্যা ৫৫৩৫। যারমধ্যে গৃহ নির্মাণ করেছেন প্রায় ১৭৩৩ জন। বাকি প্রায় ৩৮০২ জন এখনও বাড়ি তৈরি করতে পারেননি। এরমধ্যে ৮৫৬ জন উপভোক্তার গৃহ নির্মাণ কাজের অগ্রগতি অসন্তোষজনক। শহরের ৪৭টি ওয়ার্ডে মধ্যে ৪৪টিতে তাঁদের বাড়ি। এঁদের কেউ বাড়ি তৈরির কাজেই হাত দেননি বলে অভিযোগ। কেউ আবার বাড়ির ভিতের কাজই করতে পারেননি। কেউ বাড়ির টাকা অন্য খাতে খরচ করেছেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট ওই উপভোক্তাদের এ ব্যাপারে বারবার সতর্ক করেও লাভ হয়নি।
পুরসভা আধিকারিকরা জানান, প্রকল্পের প্রথম কিস্তিতে ওই উপভোক্তদের কেউ ৪৫, কেউ ৫০, কেউ ৬০, আবার কেউ ৭০ হাজার টাকা করে পেয়েছেন। কিন্তু ঘর নির্মাণের কাজে গতি না থাকায় তাঁদের দু’বার শোকজ করা হয়েছে। এবার তাঁদের ফের শোকজ করা হবে। ইতিমধ্যে ওই উপভোক্তাদের নামের তালিকা কাউন্সিলারদের কাছে দেওয়া হয়েছে।