• বকেয়ার দাবিতে জলপাইগুড়িতে ঠিকাদারদের জাতীয় সড়ক অবরোধ
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বকেয়া বিলের টাকা অবিলম্বে মেটানোর দাবিতে সোমবার জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করলেন ঠিকাদাররা। জলপাইগুড়ি জেলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে পাহাড়পুর মোড়ে ৩১ডি জাতীয় সড়ক অবরোধ করা হয়। এর জেরে আটকে পড়ে যানবাহন। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।  সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, তাঁরা একশো দিনের কাজে নির্মাণ সামগ্রী সরবরাহ করেছিলেন। অথচ সেই বাবদ ২০১৯ সাল থেকে তাঁরা টাকা পাচ্ছেন না। জলপাইগুড়িতে তাঁদের সংগঠনের অধীনে ১৪৩৫ জন ভেন্ডার রয়েছেন। বকেয়ার পরিমাণ সাড়ে তিনশো কোটি টাকা। গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা বকেয়া বিলের টাকার দাবিতে প্রশাসনের নানাস্তরে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। ফলে বকেয়া বিল মেটানোর দাবিতে এদিন তাঁরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হন। দ্রুত তাঁদের বিল না মেটানো হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে।

    জাতীয় সড়কের মাঝে এদিন বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের প্রশ্ন, নিজেদের গাঁটের টাকা দিয়ে একশো দিনের প্রকল্পে রাস্তা, নিকাশি নালা প্রভৃতি কাজের জন্য ইট, বালি, পাথরের মতো সামগ্রী কিনে তা সরবরাহ করেছিলেন তাঁরা। কিন্তু রাজ্যের উন্নয়নে শরিক হয়েও গত সাড়ে চার বছর ধরে তাঁরা বিলের টাকা পাচ্ছেন না। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা জানেন একশো দিনের প্রকল্পে টাকা দেয় কেন্দ্র। রাজ্যের দাবি, কেন্দ্র ওই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু তাঁরা নির্মাণ সামগ্রী সরবরাহ করার টাকা পাবেন না কেন? রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে তাঁদের পেটে কেন টান পড়বে? আগামী ৮ মে বকেয়া আদায়ের দাবিতে কলকাতায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
  • Link to this news (বর্তমান)