• জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার মালদহে দেখাতে উদ্যোগ প্রশাসনের
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যে সুদৃশ্য জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে ব্যাপক উৎসাহ মালদহেও। মানুষের এই উৎসাহ অনুভব করে জেলাজুড়ে প্রশাসনের উদ্যোগে মন্দির উদ্বোধন ও তার পূর্ববর্তী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূলের পক্ষ থেকেই এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সরাসরি সম্প্রচার ও একাধিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে অংশ নেবেন অসংখ্য মানুষ। মালদহ জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, ইংলিশবাজারের ফোয়ারা মোড় ও সুকান্ত মোড়ে মন্দির উদ্বোধন ও তার পূর্ববর্তী অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মালদহ টাউন হলেও এই অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন এই মন্দির উদ্বোধন দেখার সুযোগ পান তার ব্যবস্থা করতে বলা হয়েছে ব্লক প্রশাসনকে।ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, একটি কেবল চ্যানেলের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর হাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পুরো অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছি। ফলে হাজার হাজার মানুষ বাড়িতে বসেই অনুষ্ঠানটি দেখতে পাবেন। একটি এফএম চ্যানেলের মাধ্যমেও আমরা অনুষ্ঠানটির ধারাভাষ্য দেওয়ার ব্যবস্থা করছি। জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, মালদহের প্রতিটি অঞ্চলে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখাতে বলে হয়েছে ব্লক নেতৃত্বকে। জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একটি যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে মানিকচকে। ওই অনুষ্ঠানে অংশ নেবেন মায়াপুরের বৈষ্ণব সন্ন্যাসীরাও। মন্দির উদ্বোধনের দিন কয়েক হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 
  • Link to this news (বর্তমান)