• বাবা-মায়ের মাঝে ‘তৃতীয় জন’, বাড়িতে অশান্তি রুখতে ‘পথের কাঁটা’ মহিলাকেই খুন ছেলের
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: অন্য মহিলার সঙ্গে বাবার সম্পর্ক। সেজন্য প্রায়ই মায়ের সঙ্গে অশান্তি করে বাবা। মায়ের প্রতি এই অবহেলা সহ্য হয়নি ছেলের। বাবা-মায়ের মাঝে সেই ‘তৃতীয় জন’কে সরাতে খুনের ছক কষেছিল ছেলে। সঙ্গে নেয় এক সহযোগীকেও। শীতলকুচির সিউটি খাতুন খুনের তদন্তে নেমে ধৃতকে জেরার এমনই তথ্য পেয়েছে পুলিস। ৮ এপ্রিল শীতলকুচি পঞ্চায়েতের দক্ষিণ শীতলকুচি এলাকায় সিউটি খাতুন নামে এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে রবিবার রাতে গোলেনাওহাটি গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে শীতলকুচি থানার পুলিস। ধৃতের নাম ইয়াসিন মিয়াঁ (২২)। তার সঙ্গী অপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রায় দু’বছর ধরে গোলেনাওহাটির আজিজার আলির সঙ্গে সম্পর্ক ছিল এই মৃতার। মাঝেমধ্যে মহিলার বাড়িতেও যেত। খুনের রাতে ওই মহিলার বাড়িতে গেলে সেকথা তার স্ত্রী জানতে পেরে যায়। বাড়ি ফিরলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতন্ডা ও ধ্বস্তাধ্বস্তি হয়। সেই সময় তার স্ত্রী ঘাড়ে আঘাত করলে সংজ্ঞাহীন হয়ে পরে আজিজার। বাবা-মায়ের ঝগড়া দেখে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় ইয়াসিন। পরিচিত যুবককে সঙ্গে নিয়ে কোচবিহারের ঘুঘুমারিতে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। বিষয়টি শুনে তার আত্মীয় তাকে বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলে। ফেরার পথেই ওই যুবকের সঙ্গে সিউটিকে খুনের ছক কষে ইয়াসিন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রাত ১২টা - ১টা নাগাদ খালি পায়ে ওই মহিলার বাড়ির দিকে রওনা হয় তারা। পায়ে ব্যথা হলে পায়ে মোজা পরে নেয় ইয়াসিন। এরপর বাড়ির গেট টপকে ভেতরে ঢুকে লাথি মেরে দরজা খুলে সেখানেই দাঁড়িয়ে থাকে ইয়াসিন। এরপর তার সঙ্গী যুবকের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি শুরু হয়। মহিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে ওড়না দিয়েও গলা পেঁচানো হয়েছিল। মহিলার মোবাইল নিলেও পরনের মোজা সেখানেই ছেড়ে আসে ইয়াসিন। ওই মোবাইলটি পাশের একটি পুকুরে ফেলে দেয় সে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, জেরায় পরিচিত এক যুবকের সহযোগিতায় খুনের কথা স্বীকার করে নিয়েছে ইয়াসিন। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ধৃতকে সোমবার মাথাভাঙা মহকুমা আদালতে তুলে দশদিনের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)