• ভোরের ঝড়ে লন্ডভন্ড দুই জেলা, ভেঙেছে শতাধিক বিদ্যুতের পোল, ক্ষতি কয়েক কোটির
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও জলপাইগুড়ি: রবিবার ভোররাতের ঝড়ে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বহু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, ট্রান্সফরমার বিকল হওয়ায় একাধিক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

    মাথাভাঙা, কুর্শামারি, বৈরাগীরহাট, তুফানগঞ্জ, পুন্ডিবাড়ি, বলরামপুর, গোঁসানিমারি, সিতাই সহ আরও বহু জায়গায় বিদ্যুতের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখীতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ও টিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

    পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলাজুড়ে ঝড়ের কারণে ভেঙে পড়েছে ২০১টিরও বেশি বিদ্যুতের খুঁটি।  বাজ ও গাছ পড়ে ৩৭টি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। জেলাজুড়ে ৯২টি মোবাইল ভ্যান কাজে লাগানো হয়েছে। প্রায় ৭০০ কর্মী কাজ শুরু করেছেন। জেলাজুড়ে ১৩৮৯টি অভিযোগ জমা পড়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির পক্ষ থেকে ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ ফোন নম্বর খোলা রয়েছে। 

    পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহারের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন, ঝড়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। 

    এদিকে, জলপাইগুড়ি জেলায় ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রান্তির মৌলানি, বাসুসুবা, লাটাগুড়ি, জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এবং ময়নাগুড়ির গ্রামীণ এলাকা। গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। ফলে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। ক্রান্তির মৌলানিতে সোমবার দুপুরেও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাজ চলছে। ময়নাগুড়ির খাগড়াবাড়ি, দোমোহনি এলাকাতেও বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • Link to this news (বর্তমান)