উড়ালপুলের উপর দিয়ে চলে যাচ্ছে বাস, রানাঘাটে সমস্যায় উত্তরবঙ্গগামী যাত্রীরা
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বছর কয়েক আগে আমূল বদলে যায় রানাঘাট শহরের জাতীয় সড়ক সংলগ্ন এলাকার মানচিত্রটা। শহুরে যানজট এড়িয়ে ১২ নম্বর সড়ককে গতিময় করতে উড়ালপুল তৈরি হয়েছে রানাঘাটের কোর্ট মোড়ের উপর দিয়ে। বেগোপাড়ার কাছ থেকেই উপরে উঠে গিয়েছে সেই উড়ালপুল। আর এতেই সমস্যায় পড়েছেন শহরের উত্তরবঙ্গগামী যাত্রীরা। কারণ অধিকাংশ দূরপাল্লার বাসই নীচের সার্ভিস রোডের পরিবর্তে চলে যায় সেই উড়ালপুল ব্যবহার করে। ফলে নিত্য যাতায়াতে বাস ধরতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ৩৪ নম্বর জাতীয় সড়ক থাকার সময় কোর্ট মোড় চত্বরের ছবিটা ছিল ঘিঞ্জি এবং যানজটে পূর্ণ। ফলে শহরের রাস্তাগুলি গাড়ি চলাচল ও নাগরিক স্বাচ্ছন্দ্যের মাপকাঠিতে অনেকটাই পিছনে পড়ে ছিল। জাতীয় সড়ক এবং উড়ালপুল হওয়ার পর সেই সমস্যা অবশ্য অনেকটাই নির্মূল হয়ে গিয়েছে। কিন্তু সমস্যাও তৈরি হয়েছে কিছু কিছু। শহরের বহু আগে বেগোপাড়া গির্জার কাছ থেকে উড়ালপুল উঠে গিয়েছে। প্রায় তিন কিলোমিটার দূরে আঁইশতলায় গিয়ে নেমেছে সেই ফ্লাইওভারটি। ছোট প্রাইভেট গাড়ি, ছোট বড় পণ্যবাহী গাড়ি সেই উড়ালপুলের উপর দিয়ে চলে যায় অনায়াসেই। কিন্তু আজকাল একই পথ ধরছে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক রুটের দূরপাল্লার সরকারি ও বেসরকারি বাস।
অথচ শহর ছুঁয়ে যাওয়ার জন্য রয়েছে চওড়া সার্ভিস রোড। কিন্তু কেন সেই পথে বাস চলাচলের পরিবর্তে উড়ালপুল ধরে শহর না ছুঁয়েই বেরিয়ে যাচ্ছে বাসগুলি? প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রীরা। তাঁদের বক্তব্য, বাসগুলি উড়ালপুলে উঠে যাওয়ার কারণে রানাঘাটের মূল তিনটি স্টপেজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাস মিলছে না। এর মধ্যে রয়েছে মিশন গেট, কোর্ট মোড় এবং প্রামাণিক মোড়। অগত্যা আলাদা গাড়ি অথবা টোটো ভাড়া করে বেগোপাড়া অথবা তিন কিলোমিটার দূরে আঁইশতলা গিয়ে বাস ধরতে হচ্ছে।
আনুলিয়ার বাসিন্দা আমির হোসেন বলেন, মালদায় আত্মীয়ের বাড়ি মাঝেমধ্যেই যেতে হয়। আগে কোর্ট মোড় থেকেই দূরপাল্লার বাস ধরা যেত। কিন্তু এখন আর বাসগুলি নীচের সার্ভিস রোড দিয়ে যায় না। বরং বেগোপাড়া থেকে উড়ালপুল ধরে চলে যায় শহর না ছুঁয়েই। এটা তো সমস্যার। একই সুরে কায়েতপাড়ার বাসিন্দা নির্মাল্য বিশ্বাস বলেন, পুলিসের উচিত বেগোপাড়া থেকে বাসগুলিকে উড়ালপুলে উঠতে বাধা দেওয়া। কারণ গেট কোর্ট মোড় অথবা প্রামাণিক মোড় কোনও জায়গা থেকেই আর বাস পাওয়া যায় না। এই গরমে আঁইশতলা অথবা বেগোপাড়ায় গিয়ে দাঁড়িয়ে থেকে বাস ধরা চরম ভোগান্তির। বিষয়টি নিয়ে জেলা পুলিসের ট্রাফিক বিভাগের এক কর্তা বলেন, আমরা বাস সংগঠনগুলিকে বারবার বলি দুর্ঘটনা ঘটতে পারে এমন জায়গায় দাঁড়ানো যাবে না। কেউ নীচে বাস না পেয়ে উপরে উড়ালপুলে দাঁড়িয়ে বাস ধরার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটতে পারে। তবে কেন বাসগুলিনীচ দিয়ে যাচ্ছে না, তা জানার চেষ্টা করব। পথ নিরাপত্তার সঙ্গে আপোস করার প্রশ্নই নেই।