• বোলপুর শহরে টোটোর দাপট, নিত্যদিন যানজটে নাকাল বাসিন্দা ও পথচারীরা
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: বোলপুর শহরের অন্যতম সমস্যা হল অনিয়ন্ত্রিত টোটো চলাচল। শান্তিনিকেতন রোড, হাটতলা সংলগ্ন স্টেশন রোড, শ্যামবাটি প্রভৃতি রাস্তায় নিত্যদিনের যানজট স্থানীয়দের কাছে এক অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্কুলপড়ুয়া থেকে অফিসযাত্রী বা সাধারণ পথচারী, সকলেই এই যানজট-ভোগান্তির শিকার। স্টেশনে পৌঁছতে দেরি হওয়ায় অনেকেই নির্দিষ্ট সময়ে ট্রেন ধরতে পারছেন না। ফলে কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ বাড়ছে শহরবাসীর মনে। বোলপুর পুরসভার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে বাইরের বহু টোটো শহরে চলাচল করছে। সেই কারণেই যানজট এখন শহরের অন্যতম মাথাব্যথার কারণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা ও প্রশাসনের এ বিষয়ে কোনও হেলদোল নেই। কবে এই সমস্যার সমাধান হয়, সেই দিকেই তাকিয়ে সকলে।

    প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য শহরের মতো বোলপুরেও অনিয়ন্ত্রিত টোটো চলাচল এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেকারত্বের কারণে টোটো অনেকের কাছেই উপার্জনের প্রধান মাধ্যম। তবে, এর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় শহরের যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বোলপুর শহরে ১০ হাজারের বেশি টোটো চলছে। পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু টোটো শহরে প্রবেশ করছে। ফলে, অন্যান্য যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। টোটোর কারণে অল্প দূরত্বের জায়গায় যাতায়াতে সুবিধা হলেও তা এখন বোলপুর পুরসভার প্রধান উদ্বেগের কারণ। সেইসঙ্গে কিছু টোটো চালকের খারাপ আচরণ, নিয়ম না মেনে যত্রতত্র চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অভিযোগও প্রায়ই শোনা যায়। এ বিষয়ে অভিযোগ জানানোর কোনও নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অসহায় বোধ করেন ভুক্তভোগীরা। দিনদিন এই সমস্যা বাড়তে থাকলেও পুরসভা ও প্রশাসন কোনওরকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং বাজার এলাকায় যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়। এই সমস্যার সমাধানে শুধুমাত্র শহরের টোটো চালকদের রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করে পুরসভা। কিন্তু, সেই প্রক্রিয়া দীর্ঘদিন থমকে রয়েছে। যে কারণে গ্রামীণ এলাকা থেকেও বহু টোটো শহরে ভিড় করছে। যে কারণে যানজট তীব্র হচ্ছে।

    স্থানীয় টোটো চালকদের অভিযোগ, বাইরের টোটো চালকদের দৌরাত্ম্যের জন্য তাদের রুজি-রোজগারে টান পড়ছে। শহরবাসীর প্রশ্ন, কবে এই সমস্যার সমাধান হবে? কবে পুরসভা এবং প্রশাসন অনিয়ন্ত্রিত টোটো চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে? কবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় চালু হবে এবং শহরের রাস্তায় টোটোর সংখ্যা নিয়ন্ত্রিত হবে? যানজটের কারণে অতিষ্ঠ শহরবাসী এখন সমাধানের অপেক্ষায় দিন গুনছেন। পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, শীঘ্রই এবিষয়ে কাউন্সিলারদের নিয়ে বৈঠক করে সমাধানের রাস্তা বের করা হবে।
  • Link to this news (বর্তমান)