দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। মৃতের নাম নিরঞ্জন দেওয়াসি(৩২)। তাঁর বাড়ি কাঁকসা থানার গাংবিল এলাকায়। তিনি পেশায় ঠিকা শ্রমিক ছিলেন। ঘটনার প্রতিবাদে মৃতের পরিবারের লোকজন ও এলাকাবাসী হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরাঞ্জনবাবু রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন। রবিবার কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা ও কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এদিন সকালে নিরঞ্জনবাবুর পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতাল গেটের সামনে বিক্ষোভে বসে যান। মৃতের পরিজন বিনয় হাজরা ও বাপন আঁকুড়ে বলেন, কাজ করার সময় নিরঞ্জনের পেটে যন্ত্রণা শুরু হয়। মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। তড়িঘড়ি তাঁকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসার গাফিলতি হওয়ায় মৃত্যু হয়েছে নিরঞ্জনের। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিচার চাই। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি একটি প্রেস বিজ্ঞতি দিয়ে জানায়, ওই রোগীকে সবরকম চিকিৎসা করা হয়েছিল। একটি দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে বলেন, ঘটনায় মৃতের পরিবারের লোকজন কোনও অভিযোগ দায়ের করেনি।