• জাফরাবাদে বাবা ও ছেলে খুনের ঘটনায় ধৃত আরও ২
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরও দু’জনকে সোমবার গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের নাম আজফারুল শেখ ও মনিরুল শেখ। আজফারুলের বাড়ি সামশেরগঞ্জ থানার রতনপুরে। মনিরুলের বাড়ি ওই থানারই শুলিতলা এলাকায়। তাদের জামশেদপুর ও রামপুরহাট রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। 

    উল্লেখ্য, গত ১২ এপ্রিল চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে নৃশংসভাবে খুন করা হয়। খুনের ঘটনায় আগেই পাঁচজন গ্রেপ্তার হয়েছিল। এদিন আরও দু’জন পুলিসের জালে এল। রাজ্য পুলিসের শীর্ষ কর্তারা অন্যান্য মামলার পাশাপাশি জোড়া খুনের তদন্তে বাড়তি গুরুত্ব দেয়। ওইদিন হরগোবিন্দ দাসের বাড়ি ঘিরে যখন দুষ্কৃতীরা হামলা চালায়, সেই সময়ের স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। অভিযুক্তদের শনাক্ত করে তালিকা তৈরি করা হয়। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই বিকেলে রতনপুর থেকে আজফারুল পালিয়ে যায় জামশেদপুরে। মনিরুল শুলিতলা থেকে পালিয়ে যায় রামপুরহাটে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিস। এই ঘটনায় অভিযুক্ত বাকিরা কোথায় লুকিয়ে রয়েছে, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এক পুলিস আধিকারিক বলেন, জোড়া খুনের ঘটনায় যুক্ত থাকা আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তুলে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।
  • Link to this news (বর্তমান)