ভিত্তিহীন অভিযোগ, মামলা থেকে মুক্তি ভাড়াটিয়া দম্পতির
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোল বেঁধেছিল বাড়িওয়ালা ও এক ভাড়াটিয়া দম্পতির উচ্ছেদকে ঘিরে। তাতে আরেক ভাড়াটিয়া দম্পতি বাড়িওয়ালার আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেন বউবাজার থানায়। দীর্ঘ পাঁচ বছর পর সোমবার সাক্ষ্য‑প্রমাণের অভাবে জামিনে থাকা ওই অভিযুক্ত দম্পতিকে বেকসুর খালাস করে দিল ব্যাঙ্কশাল আদালত। আদালতের মন্তব্য, অভিযোগ কোনওভাবেই প্রমাণিত হয়নি। তাই দুই অভিযুক্তকে মামলা থেকে রেহাই দেওয়া হল। ওই দম্পতির আইনজীবী ইয়াসিন রহমান বলেন, ‘আমার মক্কেলদের যে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। এই রায়ে আমরা খুশি। সরকার পক্ষ অভিযোগের স্বপক্ষে জোরালো বক্তব্য পেশ করতে পারেনি। সেকারণেই আদালত এই মামলা থেকে আমার মক্কেলদের অব্যাহতি দিয়েছেন। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই ধরনের ভিত্তিহীন অভিযোগের শিকার যাতে কেউ না হন, তা দেখতে হবে। এতে অহেতুক বিপদের মুখে পরতে পারেন সাধারণ মানুষ।