• বিমানবন্দরে দালালচক্র রুখতে বিশেষ অভিযানে সফল পুলিস
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরে যাত্রীরা যাতে কোনওভাবে হেনস্তার মুখে না পড়েন, সেজন্য পুলিস কয়েক মাস ধরে বিশেষ অভিযান চালাচ্ছে। তাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দালালচক্র রুখতে বিমানবন্দরে দিনভর সক্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিস। এর আগে যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসে যে, বিমানবন্দরে নামার পরই ভাড়া গাড়ি নিয়ে নানারকম প্রলোভন দেখানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব কাউন্টার রয়েছে। কিন্তু যাত্রীরা কলকাতা বিমানবন্দরের গেট থেকে বের হওয়ার পরই ভাড়া গাড়ির নানা অফার নিয়ে হাজির হন একদল যুবক। নানা প্রলোভন দেখাতে থাকেন তাঁরা। এছাড়াও যাত্রীদের নানাভাবে হেনস্তা করার অভিযোগও সামনে এসেছে।

    এরপরই কড়া পদক্ষেপ নেয় বিধাননগর পুলিস। শেষ তিন মাসের অভিযানে পরিস্থিতির ভালোরকম পরিবর্তন হয়েছে। বিধাননগর পুলিস কমিশনারেটের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর জানিয়েছেন, এখন পরিস্থিতি ৯০ শতাংশ নিয়ন্ত্রণে আছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আমাদের অভিযান লাগাতার চলছে। কোনও যাত্রী অভিযোগ জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
  • Link to this news (বর্তমান)