• সপ্তম বছরে রূপশ্রীতে উপকৃত সবচেয়ে বেশি, অনুদান পেলেন ৫০৩ জন তরুণী
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তরুণীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন রূপশ্রী প্রকল্প। বিবাহের সময় তরুণীরা সরকারের কাছ থেকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পান রূপশ্রী থেকে। প্রকল্প শুরুর পর সাত বছর কেটেছে। বিধাননগর পুরসভা জানিয়েছে, গত ছ’বছরের তুলনায় এ বছর উপকৃতের সংখ্যা সবথেকে বেশি। ২০২৪-২০২৫ আর্থিক বছরে রূপশ্রীতে বিধাননগরে উপকৃতের সংখ্যা ৫০৩। অনুদানের পরিমাণ এক কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এর আগে এক বছরে সর্বোচ্চ উপকৃতের সংখ্যা ছিল ৪৮৯ জন। পুরসভার দাবি, প্রকল্প চালু হওয়ার পর প্রথমদিকে আবেদনের পরিমাণ কম ছিল। এখন প্রচারের জন্য আবেদনের সংখ্যা বাড়ছে। ফলে উপকৃত মানুষের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

    বিধাননগর পুরসভার রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা অংশুমান ধর বলেন, ‘এবার সবথেকে বেশি মানুষকে পরিষেবা দিতে পেরেছি। একইসঙ্গে সাত বছরে মোট উপকৃত দু’হাজার ৮০৬ জন। অনুদানের পরিমাণ সাত কোটি এক লক্ষ ৫০ হাজার টাকা।’ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে রূপ্রশ্রী চালু হয়েছিল। যে পরিবারের বছরে আয় দেড় লক্ষ টাকার কম সেই পরিবারের তরুণীরা বিয়ের অনুদানের জন্য আবেদন করতে পারেন। কেবলমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই আবেদন করা যায়। পাত্রী ও পাত্র দু’জনকে সরকারি হিসেব অনুযায়ী বিবাহযোগ্য হতে হয়। প্রশাসনের তরফে সবকিছু তদন্ত করে অনুমোদন দেওয়া হয়। তারপর পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে এককালীন ২৫ হাজার টাকা অনুদান। 

    প্রতিবছর উপকৃত মানুষের সংখ্যা যে বাড়ছে তা বিধাননগর পুরসভার তথ্যে স্পষ্ট। এই পুরসভার অধীনে রয়েছে ৪১টি ওয়ার্ড। প্রকল্প চালুর প্রথম বছর অর্থাৎ ২০১৮-২০১৯ আর্থিক বছরে বিধাননগরে ২০১ তরুণী উপকৃত হয়েছিলেন। অনুদানের পরিমাণ ছিল ৫০ লক্ষ ২৫ হাজার টাকা। ২০১৯-২০২০ আর্থিক বছরে উপকৃতের সংখ্যা বেড়ে হয় ৩১৫। অনুদানের পরিমাণ ৭৮ লক্ষ ৭৫ হাজার টাকা। ২০২০-২০২১ আর্থিক বছরে উপকৃতের সংখ্যা ৩৭৮। অনুদান ৯৬ লক্ষ টাকা। ২০২১-২০২২ আর্থিক বছরে উপকৃতের সংখ্যা চারশো ছাড়িয়ে যায়। ৪৪৮ জন উপকৃত হয়েছিলেন। অনুদানের পরিমাণ এক কোটি ১২ লক্ষ টাকা। ২০২২-২০২৩ আর্থিক বছরে ৪৮৯ জন উপকৃত হয়েছিলেন। অনুদানের সংখ্যা ছিল এক কোটি ২২ লক্ষ ২৫ হাজার টাকা। ২০২৩-২০২৪ আর্থিক বছরে এই সংখ্যা কমে। সেবার উপকৃত হন ৪৬৬ জন। অনুদানের পরিমাণ ছিল এক কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা। এবার ’২৪ সালের এক এপ্রিল থেকে ’২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত উপকৃতের সংখ্যা ৫০৩। এই সংখ্যা আগের সব রেকর্ডকে 

    ছাপিয়ে গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)