৩ দিন আগে অভিজাত আবাসনে কাজে যোগ, যুবকের রহস্যমৃত্যু
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিজাত ফ্ল্যাটের মধ্যে গেস্ট রুম। সেখানেই থাকছিলেন সদ্য কাজে যোগ দেওয়া পরিচারক। সোমবার সকাল থেকেই সেই ঘর বন্ধ। ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যাচ্ছিল না। দরজার লক ভেঙে ভিতরে ঢুকতেই হাড়হিম করা দৃশ্য। ঘরের দেওয়ালে থাকা লোহার রড থেকে ঝুলছেন পরিচারক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিস। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম সুনীল মুণ্ডা (৩৪)। আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকছিলেন শেক্সপিয়ার সরণি থানা এলাকার লর্ড সিনহা রোডের ওই অভিজাত আবাসনে।
পুলিস সূত্রে খবর, মাত্র তিনদিন আগে ওই আবাসনে কাজে যোগ দেন তিনি। এক পরিচিতের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ফ্ল্যাটের মালিক। কালচিনি থেকে শুক্রবার শহরে আসেন সুনীল। ফ্ল্যাট মালিকের সঙ্গে পুলিস কথা বলে জেনেছে, এই তিনদিন ভালোই কাজকর্ম সামলেছেন ওই যুবক। তাঁকে দেখে কখনও অবসাদে ভুগছেন বলে মনে হয়নি গৃহকর্ত্রীর। সকাল ৬টা নাগাদ ঘুম থেকে উঠে ঘর পরিষ্কারের দায়িত্ব ছিল তাঁর। আগের দু’দিন সেই কাজ করলেও সোমবার সুনীল ঘুম থেকে ওঠেননি। এরপর দরজা ভেঙে পরিচারককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
কীভাবে মৃত্যু হল যুবকের, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পরিচারক। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি, এই প্রশ্নকে সামনে রেখে তদন্তে নেমেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিস। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি।