জোকায় ২১টি রাস্তার সাড়ে ৫২ কিমিজুড়ে ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইনের কাজ শুরু
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কলকাতা পুরসভার আওতাভুক্ত কেইআইআইপি প্রকল্পে ভূগর্ভস্থ নিকাশি নালা নির্মাণের কাজ হয়েছে। মূল রাস্তার তলায় নিকাশি পাইপলাইন পাতার পর এবার ওই সমস্ত এলাকার বিভিন্ন অলিগলিতে ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরির কাজ শুরু হচ্ছে। সোমবার সেই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ তথা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং সহ স্থানীয় কাউন্সিলাররা। জানা গিয়েছে, চারটি ওয়ার্ডের ২১টি অঞ্চলে প্রায় সাড়ে ৫২ কিলোমিটার পথে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে।
জোকা এলাকার ১২৪, ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডে এই কাজ হবে। পাশাপাশি এই সব অঞ্চলের নিকাশির জল যাতে বিভিন্ন খালে ভালো পরিমাণে সরবরাহ হয়, বিশেষ করে বর্ষাকালে যাতে এলাকায় জল না জমে বা জমলেও তাড়াতাড়ি নামতে পারে, তার জন্য ১২টি নিকাশি খাল কাটার কাজেরও সূচনা হয় এদিন। জানা গিয়েছে, তার মধ্যে ১৪৩ নম্বর ওয়ার্ডের সর্বত্র ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হয়ে যাবে। ওই ওয়ার্ডে কোথাও আর খোলা নর্দমা থাকবে না।
জোকা এবং ঠাকুরপুকুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে জমা জলের সমস্যা প্রবল। একমাত্র ১২৪ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি তিনটি ওয়ার্ড ২০১২ সালের পর কলকাতা পুর এলাকার আওতাভুক্ত হয়েছে। সেখানে এতদিন খোলা নর্দমা ছিল। কেইআইআইপি প্রকল্পের আওতায় সেখানে বিভিন্ন বড় বড় রাস্তার তলায় ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন পাতা হয়েছে। ১৪৩ নম্বর ওয়ার্ডে সেই কাজ সব থেকে বেশি হয়েছে। অন্যান্য ওয়ার্ডগুলির বড় রাস্তার তলায় কেইআইআইপি প্রকল্পের তৃতীয় ধাপে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা তৈরির কাজ হবে। তারপর এই সমস্ত এলাকারও গলিপথেও নিকাশি নালা বসানো হবে।