নিজস্ব প্রতিনিধি, বারাসত: অজান্তে দেড় লক্ষ টাকা সহ ব্যাগ স্কুটার থেকে পড়ে গিয়েছিল এক মুদি দোকানের মালকিনের। খেয়াল না করে বাড়িতে চলে আসেন সুজাতা ভক্ত। দেখেন স্কুটারে ঝোলানো ব্যাগ নেই। একপ্রকার দিশাহারা হয়ে পড়েন তিনি। কিছু পরে শ্বশুরকে নিয়ে সুজাতা অশোকনগর থানায় গিয়ে লিখিত অভিযোগে দায়ের করেন। তদন্তে নেমে ঘণ্টাখানেকের মধ্যেই খোয়া যাওয়া দেড় লক্ষ টাকা সমেত ওই ব্যাগ উদ্ধার করে পুলিস। সোমবার সন্ধ্যায় সুজাতার হাতে তা তুলে দেয় পুলিস।
অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েতের দিঘিরহাটে একটি মুদিখানা দোকান আছে সুজাতা ভক্তর। এদিন দুপুরে দোকান বন্ধ করে ব্যবসার দেড় লক্ষ টাকা ভর্তি ব্যাগ স্কুটারের পিছনে ঝুলিয়ে পুমলিয়াতে বাড়ি ফিরছিলেন। মাঝপথেই টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সুজাতা বলেন, রাস্তায় টাকার ব্যাগটি কোথায় পড়ে যায়, তা টের পাইনি। টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পুলিস টাকার ব্যাগ ফিরিয়ে আমার ও পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।