• উত্তর বারাকপুরের জঞ্জাল ফের গারুলিয়ার ডাম্পিং গ্রাউন্ডেই ফেলার নির্দেশ
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ডাম্পিং গ্রাউন্ড না থাকায় জঞ্জাল ব্যবস্থাপনা নিয়ে সমস্যা রয়েছে উত্তর বারাকপুর পুরসভার। এই অবস্থায় নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ, ওই পুরসভার জঞ্জাল এবার ফেলা যাবে গারুলিয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে। ওই দপ্তরের বিশেষ সচিব জলি চৌধুরী গারুলিয়া এবং উত্তর বারাকপুর পুরসভাকে ওই নির্দেশ দিয়েছেন। এনিয়ে গারুলিয়া পুরসভার কর্তৃপক্ষের আপত্তি থাকলেও তারা দপ্তরের নির্দেশ মানতে বাধ্য হচ্ছে। গারুলিয়া পুরসভার বক্তব্য, তাদের ডাম্পিং গ্রাউন্ডের জায়গা খুব ছোট। মাঝেমধ্যেই সেখানে আগুন জ্বলে যাচ্ছে। এ ব্যাপারে বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

    এ ব্যাপারে গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস বলেন, আমাদের কাছে চিঠি এসেছে। কিন্তু আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জায়গাটি ছোট। আমাদের নিজেদেরই সমস্যা মেটে না। কী করে ওদের বর্জ্য নেব? প্রসঙ্গত, ২০১৬ সাল পর্যন্ত এই দু’টি পুরসভা একসঙ্গে জঞ্জাল ব্যবস্থাপনা করত। এমনকী ২০১৫ সালে জঞ্জাল সাফাই বিভাগে দুটি পুরসভা পুরস্কৃত হয়েছিল। ২০১৭ সালে সেই চুক্তি খারিজ হয়ে যায়। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্তমানে উত্তর বারাকপুর পুরসভা রাস্তার ধারে জঞ্জাল ফেলতে বাধ্য হচ্ছে।

    পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এনিয়ে সম্প্রতি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, ফের দু’টি পুরসভা একসঙ্গে জঞ্জাল ব্যবস্থাপনা করবে। এ প্রসঙ্গে উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, আমাদের দীর্ঘদিনের সমস্যা মিটে গেল। রোজ ৭২ মেট্রিক টন জঞ্জাল সংগ্রহ হয়। এবার তা গারুলিয়ায় পাঠিয়ে দেব। সেখানে প্রসেসিং প্লান্ট তৈরি হবে, জঞ্জালের সঠিক ব্যবহার সম্ভব হবে।
  • Link to this news (বর্তমান)