সরকারি জায়গায় তৈরি হচ্ছে দলীয় কার্যালয়, জোর বিতর্ক
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিটি রোডের উপর পূর্তদপ্তরের জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল টিটাগড় পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে। এমনকী ওই নির্মাণ কাজে পুরসভার জলের ট্যাঙ্ক ব্যবহার করার অভিযোগ উঠেছে। খড়দহ থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসক দল সরকারি জায়গা দখল করছে। রক্ষক ভক্ষক হলেও পুলিস বা পূর্তদপ্তর কোনও পদক্ষেপ নিচ্ছে না। যদিও কাউন্সিলারের দাবি, আগে দরমার বেড়া দেওয়া দলীয় কার্যালয় ছিল। এখন তা ইট দিয়ে তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দহ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড। সোমবার সকাল থেকে স্থানীয়রা দেখেন, বিটি রোডের ধারে পূর্তদপ্তরের জায়গায় নির্মাণ কাজ শুরু হয়েছে। সেখানে পুরসভার জলের ট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে। সেই ট্যাঙ্ক থেকে জল নিয়ে নির্মাণ কাজ চলছে। এনিয়ে এলাকায় তীব্র গুঞ্জন শুরু হয়। গরমে জলের জন্য বহু জায়গায় হাহাকার চলছে। সেই পরিস্থিতিতে পুরসভার পানীয় জল দিয়ে নির্মাণ কাজ চলায় অনেকেই প্রশ্ন তোলেন। শাসক দলের মধ্যেও গুঞ্জন ছড়িয়েছে।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিকাশ সিং বলেন, ২০১৪ সালে ওই জায়গায় দরমার বেড়া দিয়ে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। এখন সেটা ভালো করে তৈরি করা হচ্ছে। বিটি রোডের ধারে সমস্ত দলের কার্যালয় রয়েছে। এনিয়ে বিতর্কের কিছু নেই।