• রেলের দুর্ঘটনা এড়াতে স্কুলে সচেতনতার পাঠ জিআরপির
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি’- তাই, যত জরুরিই হোক না কেন, রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করা এড়িয়ে চলতে হবে। বাধ্য হয়ে যদি লাইন পারাপার করতেও হয়, তাহলে দু’দিক ভালো করে দেখে নিতে হবে। এসব নিয়েই পড়ুয়াদের সচেতনতার পাঠ দেওয়ার কাজ সোমবার শুরু করল রেল পুলিস। এদিন দেগঙ্গার ভাসলিয়া সাওলাতিয়া হাইস্কুলের পড়ুয়া ও অভিভাবকদের এই বিষয়ে সচেতন করল বারাসত জিআরপি।

    চলতি মাসের সাত তারিখ দেগঙ্গার ভাসলিয়া সওলাতিয়া হাইস্কুলের এক ছাত্রীর রেল দুর্ঘটনায় মৃত্যু হয়। ওইদিন স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রেলের ধাক্কায় প্রাণ যায় নবম শ্রেণির ছাত্রী জয়নুর খাতুনের। দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীরা রেললাইন পারাপার করে স্কুলে যায়। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। অভিভাবকরা অ্যাপ্রোচ রোডের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজ হয়নি। তার মধ্যেই এক পড়ুয়ার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাই, পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে রেল পুলিস।

    বারাসত জিআরপি থানার ওসি রুপসিনা পারভিন এদিন পড়ুয়া ও অভিভাবকদের রেললাইন পারাপার না করার অনুরোধ জানান। প্রয়োজনে একটু ঘুরপথে হলেও লাইন এড়িয়ে যাওয়ার বার্তা দেন তিনি। বলেন, ধারাবাহিকভাবে এই ধরনের ক্যাম্প হবে। সোমবার শুরু হল। ট্রেনে যাওয়ার সময় কেউ যাতে দরজার সামনে দাঁড়িয়ে মুখ বাইরের দিকে বের না করেন, সেই বার্তাও দেওয়া হল।
  • Link to this news (বর্তমান)