• সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • এই সময়: বাংলাদেশের উত্তর দিকে মাটি থেকে মাত্র ৯০০ মিটার উপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই ক্রমশ জোরালো হচ্ছে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়–বৃষ্টির সম্ভাবনা। সোমবার দুপুরে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    শনিবার দুপুরেও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করেছিল। বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে না গেলেও তার খুব কাছাকাছি জায়গায় ছিল। এর উপর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতিতে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

    কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির ফলে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন হয়। তার রেশ রয়ে গিয়েছিল সোমবার পর্যন্ত। তবে শুধু সোমবার নয়, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতে গোটা সপ্তাহ জুড়েই আর তাপপ্রবাহের মাথা তুলে দাঁড়ানোর সম্ভাবনা তেমন নেই বলেই মনে করা হচ্ছে।

    দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আবহাওয়া দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রকের নাম করে একটি ‘রিপোর্ট’–এর প্রচার শুরু হয়েছিল। ওই রিপোর্ট অনুযায়ী আগামী কাল বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বেলা তিনটে নাগাদ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে বলে দাবি করা হয়েছে।

    এই ‘রিপোর্ট’–কে সম্পূর্ণ ভুয়ো আখ্যা দিয়ে আবহবিদরা জানিয়েছেন, শুধু বুধবার নয়, গোটা সপ্তাহেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। তার ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রার একলাফে ১৩ ডিগ্রি বৃদ্ধি নিতান্তই অসম্ভব।

    একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধের দিকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। যে জায়গায় বৃষ্টি হবে না, সেই জায়গার তাপমাত্রাও ৩৫ ডিগ্রির উপরে যাবে না বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)