এই সময়: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার আঁচ পড়ল পশ্চিমবঙ্গের সংশোধনাগারগুলিতেও! বিভিন্ন অভিযোগে পাকিস্তানের বেশ কয়েকজন নাগরিক এ রাজ্যের জেলে বন্দি রয়েছেন। তাঁরা সাজাও খাটছেন। বৈসরনের হামলার পরে সংশোধনাগারগুলিতে তাঁদের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে পাকিস্তানের নাগরিকদের সে দেশে ফিরত পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে পাকিস্তানে চলেও গিয়েছেন। কিন্তু যাঁরা দেশের বিভিন্ন জেলে সাজাপ্রাপ্ত অবস্থায় বন্দি রয়েছেন, তাঁদের কী হবে? তা নিয়ে এখনও কোনও সরকারি নির্দেশ আসেনি বলেই জানা যাচ্ছে।
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ-সহ বিভিন্ন রাষ্ট্রের বন্দিরাও রয়েছেন জেলগুলিতে। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হানার কারণে, পাকিস্তানের বন্দিরা যে জেলগুলিতে রয়েছেন, সেখানে বাড়তি সতর্কতা থাকছে। রাজ্যের জেলগুলিতে যা পাকিস্তানি বন্দিরা রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য খাদিম কর্তা পার্থ রায়বর্মণ অপহরণ মামলায় অভিযুক্ত তিন পাকিস্তানি বন্দি।
কারা কোথায় বন্দি রয়েছেন, সে বিষয়ে ইতিমধ্যেই কারা দপ্তরের পর্যালোচনা করা হয়েছে। এর পরে, প্রত্যেকের নিরাপত্তাতেই জেল থেকে সতর্ক রয়েছে কারা দপ্তরের তরফে। যাঁতে অন্য বন্দিদের সঙ্গে তাঁদের কোনও ভাবে সংঘাতের মতো পরিস্থিতি না-তৈরি হয়, সে দিকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে।
সূত্রের খবর, বন্দিদের ফেরত পাঠানোর ব্যাপারে আলাদা কোনও নির্দেশ না-থাকায় তাঁরা নিজ নিজ জেলেই থাকবেন বলে ধরে নেওয়া যায়। এই বন্দিদের মধ্যে যাঁদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ আছে, তাঁদের জন্য যাতে জেলে হামলা চালানোর মতো পরিস্থিতি না-হয়, সেটাও নজরে রাখতে বলা হয়েছে।