• ‘নেই রাজ্য’ বালটিকুরি হল্ট, ৮ ঘণ্টা পড়ে যুবকের দেহ
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৫
  • এই সময়, হাওড়া: রেল পুলিশ এবং রাজ্য পুলিশের টানাপড়েনে প্রায় আট ঘণ্টার কাছাকাছি রেল লাইনের উপরে পড়ে থাকল এক যুবকের মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আমতা শাখার বালটিকুরি হল্ট স্টেশনে। মৃতের নাম পিন্টু কুমার (২৮)। বাড়ি বিহারের বেগুসরাইয়ে।

    পুলিশ সূত্রের খবর, পেশায় রাজমিস্ত্রি পিন্টু বেঙ্গালুরু–ভাগলপুর অঙ্গ এক্সপ্রেসে বিহারের বেগুইসরাইয়ে ফিরছিলেন। এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বন্ধুদের সঙ্গে দরজার ধারে বসেছিলেন। রবিবার রাত দুটো নাগাদ বালটিকুরি হল্ট স্টেশনের কাছে তিনি ট্রেন থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    এরপরে ট্রেনের অন্যান্য যাত্রীরা চেঁচামেচি করলে কিছুটা গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। তারপরে নিয়ম মেনে এক্সপ্রেস ট্রেনের গার্ড বিষয়টি রেল কর্মীদের জানান। তা সত্ত্বেও মৃতদেহটি তোলার কোনও উদ্যোগ নেননি রেলকর্মীরা। ভোরের দিকে আশপাশের বাসিন্দারা মৃতদেহটি রেল লাইনের উপর পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃতদেহটি প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে রেল লাইনের উপরে একই ভাবে পড়েছিল। মৃতদেহটি কে উদ্ধার করবে, তা নিয়ে দীর্ঘ সময় ধরে জিআরপি এবং রাজ্য পুলিশের মধ্যে টানাপড়েন চলতে থাকে। শেষমেষ সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় দাশনগর থানার পুলিশ।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাশনগর থানায় খবর দেওয়া হলে সেখান থেকে বলা হয়, এলাকাটি তাঁদের অধীনে নয়। তাঁরা শালিমার জিআরপি’র সঙ্গে যোগাযোগ করতে বলে। শালিমার জিআরপি’তে খবর দেওয়া হলে তাঁরা জানায়, ওই এলাকাটি রাজ্য পুলিশের অধীনে পড়ছে। তাই তাঁরা কিছু করতে পারবে না। এই টানাপড়েনের জেরে মৃতদেহটি ঘণ্টার পর ঘণ্টা রেল লাইনে উপরেই পড়েছিল।

    স্থানীয় বাসিন্দা সঞ্জীব মাইতি বলেন, ‘রাত দুটো থেকে কারা দেহটি তুলবে, এই নিয়ে টানাপড়েন চলছিল। আমাদের চাপে শেষমেষ দাশনগর থানার পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়।’

    রেল পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বালটিকুরি হল্ট স্টেশন রাজ্য পুলিশের অধীনে পড়ে। কিন্তু জায়গাটি কোন থানার অধীনে পড়বে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। কারণ, জায়গাটি চারটি থানার সংযোগস্থলে অবস্থিত। এগুলি হলো যথাক্রমে ডোমজুড়, জগাছা, দাশনগর এবং বাঁকড়া। সেজন্য ওখানে কিছু ঘটলে চারটি থানার মধ্যে টানাপড়েন চলে। সেজন্য বা‍লটিকুরি হল্ট স্টেশন অপরাধীদের অন্যতম ডেরা।

  • Link to this news (এই সময়)