বদলে যাচ্ছে সৈকতনগরী দিঘার কায়া। সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ। আর এই যজ্ঞে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার।
ক্যানাডায় ফের ভারতীয় পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। চার দিন ধরে নিখোঁজ ছিলেন বংশিকা সিং নামে ওই ছাত্রী। তিনি আপ নেতা দেবেন্দর সিংয়ের কন্যা ও পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। ওটাওয়ার ভারতীয় হাই কমিশন বংশিকার মৃত্যুর খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছে।
ক্যানাডার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে ফলাফল আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টির নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ পার্টির পিয়েরে পোইলিভরেকে পরাজিত করে নতুন সরকার গঠন করতে পারেন মার্ক কার্নি। তবে লিবারেল পার্টি নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কি না তা এখনও স্পষ্ট নয়। ক্যানাডার সংসদের ৩৪৩ আসনের মধ্যে ১৭২ আসন প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতার জন্য। সূত্রের খবর, মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ১৬০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, পিয়েরে পোইলিভরের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে ১৩৯টি আসনে।
আইপিএলে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। চলতি বছরে পারফরম্যান্সের দিক থেকে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে দিল্লি। গত শনিবার ইডেনে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল পাঞ্জাবের সঙ্গে কেকেআরের ম্যাচ। এর ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়েছে কেকেআর। সেক্ষেত্রে আজকের ম্যাচে তাদের জিততেই হবে। আজকে হারলে প্লে-অফে দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়বে কলকাতা।
সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ বিভিন্ন জেলা। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। সাত জেলাতেই রয়েছে কালবৈশাখীর সতর্কতা। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। তবে এপ্রিলের শেষ দিন অক্ষয় তৃতীয়া এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের চোখ রাঙানি নেই।
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সোমবারই সেখানে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মন্দির পরিদর্শন করার পাশাপাশি তিনি কথা বলেন সেখানকার পুরোহিতদের সঙ্গে। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথধামের। তার আগে আজ বিকেলে মন্দিরে পূর্ণাহুতি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে আজ সকাল থেকেই মন্দিরে শুরু হবে মহাযজ্ঞ। উদ্বোধনের আগে সেজে উঠেছে সৈকতনগরী দিঘা।