• চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে ...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র দাবদাহ থেকে মিলেছে সাময়িক স্বস্তি। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই। জারি করা হয়েছে সতর্কতাও।

    হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    এদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরের আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)