আজকাল ওয়েবডেস্ক: বৈশাখের মাঝে হঠাৎই আবহাওয়ায় আমূল পরিবর্তন। গরম থেকে স্বস্তি পেয়ে কমেছে তাপমাত্রার পারদ।
সোমবার সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।
কিছু কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরের তরফে দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, চলতি সপ্তাহে খুব একটা তাপমাত্রা বাড়বে না বাংলায়। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।
মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ থাকবে শহর কলকাতা জুড়ে। শহরে মাঝারি বৃষ্টির পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে দুই দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি কমে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।